‘কম্পিউটার টাইপিস্ট’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম:

  • কম্পিউটার টাইপিস্ট


দায়িত্ব:

  • বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় টাইপ করা।
  • বিভিন্ন ম্যাথম্যাটিক্যাল ইকুয়েশন টাইপ করা।
  • বিভিন্ন ফাইল (বিশেষকরে MS Word-এ) সুন্দরভাবে ফরম্যাট করা।

যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • শিক্ষগত যোগ্যতা ন্যূনতম HSC পাস থাকতে হবে।
  • মাইক্রোসফট অফিস সফটওয়্যার (বিশেষকরে MS Word) ব্যবহারে দক্ষ হতে হবে।
  • টাইপিং স্পিড ন্যূনতম ৩০+ থাকতে হবে।
  • পূর্ব অভিজ্ঞতা থাকলে ভালো হবে।
  • বাংলা ও ইংরেজি ব্যকরনগত দক্ষতা থাকলে ভালো হবে।

চাকরির বৈশিষ্টসমূহ:

  • অফিস টাইম: প্রতিদিন ৮ ঘন্টা, সপ্তাহে ৬ দিন
  • অফিস লোকেশন: শ্যাওড়াপাড়া, মিরপুর, ঢাকা (সম্পূর্ণ এসি অফিস)
  • বেতন: ১০,০০০-১৫,০০০ (আলোচনা সাপেক্ষে কম/বেশি নির্ধারিত হবে)
  • অন্যান্য সুবিধাসমূহ: সরকারি ছুটি, নৈমিত্তিক ছুটি, উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, গ্র্যাচুইটি, প্রাত্যহিক নাস্তা ও কফি, প্রভৃতি

আবেদন প্রক্রিয়া:

  • আগ্রহী ও যোগ্য প্রার্থীদের apply@cracktech.org ঠিকানায় নিম্নোক্ত ফরম্যাটে ইমেইল পাঠানোর জন্য অনুরোধ করা হলো-
    • আবেদনকারীর নাম:
    • টাইপিং স্পীড (বাংলা):
    • টাইপিং স্পীড (ইংরেজি):
    • কাঙ্ক্ষিত বেতন:
    • Updated CV (attach in the email)
  • শেষ তারিখ: ০৭ মার্চ ২০২৫

ইন্টারভিউ প্রক্রিয়াঃ

  • ১ম ইন্টারভিউ: সরাসরি ফোনকল (শুধুমাত্র শর্টলিস্টেডদেরকে কল দেয়া হবে)
  • ২য় ইন্টারভিউ: আমাদের অফিসে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষা ও সরাসরি ভাইভা (ইন্টারভিউর তারিখ পরে জানানো হবে)