Junior Social Media Marketing Executive

পদ সংখ্যা:

০২

বেতন:

যোগ্যতা অনুসারে (২০ হাজার পর্যন্ত হতে পারে)

জব লোকেশন:

কুমিল্লা সিটি

দায়িত্ব:

  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানির উপস্থিতি বৃদ্ধি এবং ব্যবস্থাপনা।
  • ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি এবং প্রচার করা।
  • মার্কেট রিসার্চ এবং ট্রেন্ড অনুসরণ করা।
  • কম্পিটিটর রিসার্চ এবং এনালাইসিস করা।
  • ক্যাম্পেইনের ফলাফল অ্যানালাইসিস এবং রিপোর্ট প্রস্তুত করা।

যোগ্যতা:

  • যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রী।
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস এবং টুলস সম্পর্কে ভাল ধারণা।
  • ক্রিয়েটিভ রাইটিং এবং গ্রাফিক ডিজাইন দক্ষতা অত্যন্ত প্রাধান্যপূর্ণ।
  • দলের সঙ্গে কাজ করার ক্ষমতা এবং স্বাধীনভাবে উদ্যোগ নেওয়ার ক্ষমতা।

অভিজ্ঞতা:

সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে ন্যূনতম ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রয়োজনীয় দক্ষতা:

Social Media Marketing, Search Engine Optimisation, Email Marketing, WhatsApp Campaign, Telegram Channel/Group Management, Keyword Research, Competitor Analysis, Photo Editing (Basic)

অফিস টাইম:

প্রতিদিন ৮ ঘন্টা, সপ্তাহে ৬ দিন

অন্যান্য সুবিধাসমূহ:

সরকারি ছুটি, নৈমিত্তিক ছুটি, উৎসব বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, গ্র্যাচুইটি, জরুরী লোন সুবিধা, প্রাত্যহিক নাস্তা ও কফি, প্রভৃতি

আবেদন প্রক্রিয়া:

সরাসরি LinkedIn থেকে আবেদন করুন, অথবা এই লিঙ্ক থেকে আবেদন করুন: https://go.cracktech.org/apply-marketing

ইন্টারভিউ প্রক্রিয়া:

  • ১ম IQ Test এ দিতে হবে।
  • ২য় ইন্টারভিউ: অনলাইন ভিডিও মিটিং অথবা ফোনকল
  • ৩য় ইন্টারভিউ: আমাদের অফিসে উপস্থিত হয়ে সরাসরি ভাইভা (ইন্টারভিউর তারিখ পরে জানানো হবে)

আবেদনের শেষ তারিখ:

৩০ জানুয়ারি ২০২৪ খ্রি.।